২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৮

ব্রেকিং নিউজ

শিরোনাম

প্রাথমিক শিক্ষক নিয়োগ : দ্বিতীয় ধাপে উত্তীর্ণ ২০৬৪৭

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ধাপে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মনীষা চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও বার্তা পাবেন।

 

গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>