২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

ব্রেকিং নিউজ

শিরোনাম

কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : স্পিকার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আর কৃষিনির্ভর অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক।গত শনিবার নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

স্পিকার বলেন, ১০ টাকায় কৃষকদের ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে কৃষকদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সহজতর করা হয়েছে। কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে কৃষি পণ্যের বিপণনে কৃষি বিভাগকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

এ সময় উপজেলার ১৫টি ইউনিয়নসহ পৌরসভায় ৪০৪জন উপকারভোগীকে মাথাপিছু ১.৫০ শতাংশ জমির জন্য উচ্চ ফলনশীল সবজি হাইব্রিড করলা, মিষ্টি কুমড়া, লাউ, পুঁইশাক, বরবটি, পালংশাক, কলমী শাক, চিচিঙ্গা, বেগুন ও ধনিয়ার বীজসহ বারোমাসি হাইব্রিড বাতাবিলেবু, মাল্টা, আম, পেয়ারার চারা বিতরণ করা হয়।

 

নারী কৃষকদের প্রতি বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে স্পিকার বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক সংখ্যক নারীকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

স্পিকার বলেন, কৃষির আধুনিকীকরণে আধুনিক প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিতে হবে। কৃষি বিভাগের উদ্যোগে আধুনিক কৃষির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমন্বিত কৃষিকে উৎসাহিত করতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্পিকারের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফার্মাসিস্ট সৈয়দ ইসতিয়াক হোসেন টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দীকি রনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন সরদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, সদস্য রাকিবুল ইসলাম নয়ন প্রমুখ।

 

পরে স্পিকার উপজেলার শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শানেরহাট, পাঁচগাছি ও মিঠিপুর ইউনিয়নের সহস্্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় স্পিকার বলেন, পীরগঞ্জের জনগণ তাঁর উপর আস্থা রেখে ভোট দিয়েছেন বলেই তিনি এ অঞ্চলের জনগণকে সেবা করার সুযোগ পেয়েছেন। পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের সুপেয় পানির সংকট কাটাতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহনে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নিদের্শনা প্রদান করেন স্পিকার।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>