২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৯

ব্রেকিং নিউজ

শিরোনাম

গোপালগঞ্জ ও বড়িশালে জনসভা করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এর অংশ হিসেবে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পরদিন ৩০ ডিসেম্বর তিনি গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

সেখানে জানানো হয়েছে, ২১ ডিসেম্বর বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে নির্বাচনী জনসভার আয়োজন করা হবে। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

 

উল্লেখ্য, প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়। ২০ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবে। এনিয়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীরা।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>