২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

ব্রেকিং নিউজ

শিরোনাম

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু আজ

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ ৭:২৩ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক:- বহু প্রতিক্ষিত ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘ ১৩০ বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ট্রেন চলাকে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ১ হাজার ৩৮০ জন যাত্রী নিয়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি  কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কমলাপুরে পৌঁছোতে ট্রেনটির সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।
অপরদিকে আজ রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে।
কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ফরহাদ বিন জাফর বলেন, উদ্বোধনী ট্রেনটিতে ২৩টি বগি। গত ২৩ নভেম্বর উদ্বোধনী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরুর প্রথম আড়াই ঘণ্টায় শেষ হয়ে যায়।
রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এ রেলপথে চলাচলকারী ট্রেনটির নামকরণের জন্য মন্ত্রণালয় থেকে ছয়টি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। সেই ছয়টি নাম থেকে প্রধানমন্ত্রী ট্রেনটির নাম ‘কক্সবাজার এক্সপ্রেস’ চূড়ান্ত করেন।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>