৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২২

ব্রেকিং নিউজ

শিরোনাম

শাহ আমানতে স্বর্ণের বড় চালান জব্দ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ গণমাধ্যককে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বিমানবন্দরে কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৬৪ পিস স্বর্ণের বার পাওয়া গেছে।

 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার জানান, ৩৫ এফ সিটের পেছনে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে প্রতি বান্ডেলে ১৬ পিস করে মোট ৬৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ২৪ ক্যারেট এই স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>