৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

ব্রেকিং নিউজ

শিরোনাম

জার্মানি গেলেন শেখ হাসিনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:৫০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

 

সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। তাদের বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

প্রধানমন্ত্রীর জার্মানি সফরের বিস্তারিত জানাতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে আমরা সব সময় যুদ্ধের বিরুদ্ধে এবং আমরা চাই পৃথিবীতে শান্তি এবং স্থিতি বিরাজ থাকুক। জেলেনস্কি দেখা করতে চেয়েছেন এবং প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। সেখানে যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।’

 

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো প্রশ্নই আসে না। রাশিয়া আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠনে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এমনকি চট্টগ্রাম বন্দরে মাইন অপারেশন করার সময়ে রাশিয়ার একজন নাগরিকও মৃত্যুবরণ করেছেন। সুতরাং রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ এবং ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধের সময়ে আমরা যে বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই বন্ধন অনেক দৃঢ়।’

 

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের আলোচনার বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে আমাদের দেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া মিয়ানমারে যে চলমান সমস্যা, সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিও তৈরি হয়েছে। বিভিন্ন আলোচনা হবে এবং রোহিঙ্গা বিষয়টি আসতে পারে। আমরা বিশ্ব নেতৃবৃন্দের কাছে মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের মিয়ানমার যাতে পূর্ণ অধিকার দিয়ে ফিরিয়ে নিয়ে যায়, সেই প্রসঙ্গটি উপস্থাপন করব।’

 

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স চলবে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কনফারেন্স শেষে ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথায় রয়েছে।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>