৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

ব্রেকিং নিউজ

শিরোনাম

নৌবাহিনীর জাহাজে ভাসানচর যাচ্ছে ২১৪৪ রোহিঙ্গা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৬১৭ জন রয়েছে। জানা গেছে, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।

 

১৪ ফেব্রুয়ারি বুধবার ভোরে উখিয়ার ডিগ্রী কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়।

 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ২৩তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিল ১৫২৭ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৬১৭ জন। সব মিলিয়ে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>