২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৮

ব্রেকিং নিউজ

শিরোনাম

বিরোধী দল কী তা এবার সংসদে দেখিয়ে দেবে জাপা: চুন্নু 

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: বিরোধী দল কী জাতীয় পার্টি তা সংসদে দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন চুন্নু। জাতীয় সংসদে জাপা চেয়ারম্যান জিএম কাদের বিরোধীদলীয় নেতা, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করে ঢাকা মহানগর জাতীয় পার্টি।

 

জাপা মহাসচিব বলেন, বিরোধী দল কী আমরা তা এই পার্লামেন্টে দেখিয়ে দেব। এর জন্য ১১ জনই যথেষ্ট। ৫০ জন থেকে লাভ নেই যদি কেউ কথা বলতে না পারেন। জিএম কাদের সাহসী নেতা, আমিও কম সাহসী না।

 

গতকাল জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে নেতাকর্মীদের সমাবেশ ঘটিয়ে রওশনপন্থী নেতাদের কার্যক্রম শুরুর বিষয়ে করা প্রশ্নের জবাবে চুন্নু বলেন, গতকাল কাকরাইলের অফিসে ঘুরে যাওয়া ব্যক্তিরা দলের সদস্য নয়। ওয়াশরুম ব্যবহার করার কথা বলে তারা কাকরাইল অফিসে ঢোকেন। তারা এটা সংবাদ করার জন্য করেছেন, দখল করার জন্য আসেননি।

 

চালক যদি ঠিক থাকেন ট্রেন ঠিকই চলবে মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘দু-চারজন যাত্রী চলে গেলে কিছু আসে যায় না। দুই বছর সময় দেন সংগঠন কাকে বলে দেখিয়ে দেব।’

 

অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দলকে টেকাতে হলে সবাইকে একলাইনে থাকতে হবে। আমরা যদি ব্যর্থ হই তবে দল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা ভাঙন নিয়ে চিন্তিত নই। কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি আছে সেগুলো সারিয়ে তুলতে হবে।’

 

এই মুহূর্তে দল ভাগ হওয়ার সম্ভাবনা দেখছেন না জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘অনেকে বলেছে আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে এই প্রেক্ষিতে দেখছি না। এরশাদ সাহেবের নাম ও আদর্শ দিয়ে আরও দশটি দল যে কেউ গঠন করতে পারে। কিন্তু আমাদের দল থেকে ভেঙে নিয়ে আরেকটি দল গঠন করার পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে দেখছি না। তবে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের দলের ব্যাপারে মানুষের উপলব্ধি ভালো না।’

 

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম প্রমুখ।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>