২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

ব্রেকিং নিউজ

শিরোনাম

ভোটের পর চালের দাম বৃদ্ধি সন্দেহজনক, মজুতদারদের ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ ৮:০৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুত পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে মজুতদারদের জেলে দেয়া হবে।’

 

 

সারা দেশে আমন ধান কাটা-মাড়াই শেষ হয়েছে আরও দুই সপ্তাহ আগে। নতুন ধান থেকে উৎপাদিত চাল বাজারে এসেছে ডিসেম্বরের শুরুতেই। বর্তমানে চলছে আমনের ভরা মৌসুম। স্বাভাবিকভাবে এই মুহূর্তে চালের দাম কম থাকার কথা। তবে বাজারে দেখা গেছে উল্টো চিত্র। পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম ২-৩ টাকা বাড়িয়ে দিয়েছেন চাল ব্যবসায়ীরা। ফলে খুচরো বাজারে সেই দাম প্রতি কেজিতে ৮-১০ টাকা বৃদ্ধি পায়। বিষয়টিকে ‘সন্দেহজনক’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

গত ২২ জানুয়ারি গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুত পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে মজুতদারদের জেলে দেয়া হবে।’

 

এ সময় সন্দেহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। হতে পারে এটা তারই অংশ। উদ্দেশ্য জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা। তবে মজুতদারি করে কেউ যাতে মানুষের খাবার নিয়ে খবরদারি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। এর বিকল্প নেই। পাশাপাশি কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলে সংশ্লিষ্ট সংস্থাকে জানানোরও আহ্বান জানান তিনি।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>