২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৪

ব্রেকিং নিউজ

শিরোনাম

নির্বাচনে কোন দলে থাকছে কতো প্রার্থী

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৮শ’ ৯৫জন। এবার সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ২৭টি দলের প্রার্থীরা। এরমধ্যে ১০ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারেনি ১৩টি রাজনৈতিক দল। প্রার্থীদের তথ্য বিশে¬ষণ করে এসব তথ্য পাওয়া যায়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৭ই জানুয়ারি। এরইমধ্যে মনোনয়নপত্র জমা, বাছাই, নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল নিস্পত্তি  এবং প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম শেষ হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২ হাজার ৭শ’ ১৬ জন। তবে প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত ৮শ’ ২১ জন ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বিতা থেকে। এখন পর্যন্ত মোট প্রার্থী ১ হাজার ৮শ’ ৯৫ জন। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫শ’ ১৩ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৩শ’ ৮২ জন।

প্রার্থীদের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় জাতীয় সংসদের ৩শ’ আসনের ১০ শতাংশ আসন অর্থাৎ ৩০টির কম আসনে প্রার্থী দিয়েছে ১৩টি রাজনৈতিক দল। সবচেয়ে কম ৪টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশের সাম্যবাদী দল।

মাত্র চারটি দল ১শ’ এর বেশি আসনে প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ২শ’ ৬৫ আসনে, আওয়ামী লীগের প্রার্থী আছে ২শ’ ৬৩ আসনে, তৃণমূল বিএনপি ১শ’ ৩৩ আসনে ও ন্যাশনাল পিপলস পার্টি ১শ’ ২২ আসনে প্রার্থী দিয়েছে।

এছাড়া উলে¬খযোগ্য আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ, সাংস্কৃতিম মুক্তিজোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>