২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

ব্রেকিং নিউজ

শিরোনাম

নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি (জাপা)

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক:- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)

১৭ ডিসেম্বর, রবিবার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমাদের একটি দাবি ছিল সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে যাতে একটি ভালো পরিবেশ সৃষ্টি হয়, যাতে মানুষের আস্থা থাকে, তাহলেই জাতীয় পার্টি নির্বাচন করবে এবং নির্বাচনে থাকবে।

চুন্নু বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকারের বিভিন্ন মহলের আশ্বাসে আমাদের মোটামুটি একটা আস্থা এসেছে যে, নির্বাচনটা তারা ভালো মতো করতে চায়। এ লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সহয়তা করে যাচ্ছে এবং তারা আমাদেরও প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচনটা যাতে ভালোভাবে হয়, সেজন্য যা যা সহযোগিতা লাগে তারা সেটা করবে। এ কারণে আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে জাতীয় পার্টির সব নেতা-কর্মীকে অনুরোধ করছি, এই নির্বাচনে আমরা অংশ নেবো। ’

নির্বাচন যাতে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয় সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মুজিবুল হক ‍চুন্নু বলেন, আমরা আশাবাদী, এই নির্বাচনে মানুষ গণতন্ত্রকে রক্ষা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেবে।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>