২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

ব্রেকিং নিউজ

শিরোনাম

ইসরাইলের সাবেক সেনাপ্রধানের ছেলে নিহত

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেক্স:- ইসরাইলের সাবেক সেনাপ্রধান এবং দেশটির বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গাদি আইসেনকোটের ছেলে গাজায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৭ ‍ডিসেম্বর ) রাতে ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার উত্তর গাজায় ২৫ বছর বয়সি মেজর গাল আইসেনকোট নিহত হয়েছেন।

 

ইসরাইলি সংবাদমাধ্যম বলছে, একটি টানেল শ্যাফট বিস্ফোরণে মেজর গাল আইসেনকোট গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

 

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ ঘটনায় তার ও তার স্ত্রীর ‘হৃদয় ভেঙে গেছে’। গাল আইজেনকোট ছিল ‘সত্যিকারের বীর’।

 

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের বীরেরা এমনি এমনি মরছে না। আমরা বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

 

মেজর গাল আইসেনকোটের বাবা গাদি আইসেনকোট ২০১৫-২০১৯ সাল মেয়াদে ইসরাইলের সেনাপ্রধান ছিলেন।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>