২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

ব্রেকিং নিউজ

শিরোনাম

বাতিল হলো হিরো আলমের মনোনয়ন ফরম

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩ ৮:২৪ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

বাতিল হয়ে গেছে হিরো আলমের মনোনয়ন ফরম। সমর্থকের ভুয়া স্বাক্ষর জমা দেয়ার অভিযোগে তার মনোনয় ফরমটি বাতিল করা হয়েছে।

 

মনোনয় ফরম বাতিলের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন হিরো আলম। তিনি মনে করছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সে জন্য মনোনয়ন বহাল রাখতে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম।

হিরো আলম বলেন, নির্বাচন কমিশন থেকে অভিযোগ করা হয়েছে আমি সমর্থকের ভুয়া স্বাক্ষর জমা দিয়েছি। এটা সত্য নয়। নির্বাচন কমিশন পুরোপুরি সত্যটা যাচাই করতে পারেনি।

 

হিরো আলম দাবি করেন, তার নির্বাচনী এলকা বগুড়া-৪ আসনে মোট ভোটার রয়েছেন ৩০১২৮১। তার এক শতাংশ ভোটারের সংখ্যা দাঁড়ায় ৩১২১ জন। তিনি মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৩৫২৪ ভোটার সমর্থকের স্বাক্ষর সম্বলিত একটি তালিকা যুক্ত করে দিয়েছেন।

 

গত বুধবার (২৮ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোছা. শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি

 

 

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>