২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২২

ব্রেকিং নিউজ

শিরোনাম

ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাটল

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক:- ভূমিকম্পের ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। তীব্র কম্পনে হলগুলো কাঁপতে শুরু করলে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন। পরে হলের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান তারা।
 
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা। রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল কুমিল্লার দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলে এ ফাটল সৃষ্টি হয়। এতে হলের বিভিন্ন কক্ষ ও সংযোগস্থল ফাটল দেখা দিয়েছে।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার এসএম শহিদুল হাসান জানান, যে ফাটলগুলো দেখা দিয়েছে সেগুলো একভবনের সাথে আরেক ভবনের সংযোগস্থলে। কিন্তু কোনো বিম বা রড ঢালাই যেখানে দেয়া হয়েছে সেখানে ফাটল হয়নি। ফলে এখানে ভয়ের কিছুই নেই। এটি সহনীয় মাত্রায়। ভবনেরও কোনো ক্ষতি হয়নি।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>