২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৯

ব্রেকিং নিউজ

শিরোনাম

ইমরান খানের পর পিটিআই এর নতুন চেয়ারম্যান হলেন গহর আলী খান

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেক্স: নির্বাচন সামনে রেখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নতুন চেয়ারম্যান ঘোষণা করেছে। ইমরান খানের পর দলটির শীর্ষ পদে বসেছেন ইসলামাবাদে জন্ম নেওয়া ব্যারিস্টার গহর আলী খান।

শনিবার দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভোটাভুটির পর গওহর খানকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।
দলের চেয়ারম্যান পদে গহর খানকে মনোনীত করেছেন পিটিআইয়ের সদ্য সাবেক প্রধান ইমরান খান।
ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) দুর্নীতি মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ড হয়। এ মামলায় আপাতত সাজা স্থগিত থাকলেও কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় ইমরান খান কারাগারে আছেন।
পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি জানান, ব্যারিস্টার গহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।
নিয়াজি জানান, নতুন চেয়ারম্যানের পাশাপাশি দলের কেন্দ্রীয় মহাসচিব পদেও পরিবর্তন এসেছে। পিটিআইয়ের নতুন কেন্দ্রীয় মহাসচিব এখন আলী আমিন গান্দাপুর। তিনি সাবেক মহাসচিব আসাদ ওমরের স্থলাভিষিক্ত হয়েছেন।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গহর খানকে পিটিআইয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হলো।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>