৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

ব্রেকিং নিউজ

শিরোনাম

আহসান হাবিব এর কবিতা- ভালো মন্দের তুমি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

ভালো-মন্দের তুমি

আহসান হাবিব


সব্বার প্রিয় যায় কি হওয়া বলো

এক জীবনে? জীবন যখন ছোট,

মন-কেমনের দুঃখ মুছে ফেলে

রোদ কোমলের স্পর্শে জেগে ওঠো।

যখন তুমি পারবে দিতে সবই

সবাই মিলে ছুটবে তোমার পিছে;

যত্ন-আত্তি, তোষামোদের ভিড়ে

নিলাজ হয়ে বসবে পায়ের নিচে!

দুচোখ মেলে দেখবে শুধুই চেয়ে

কথায় কথায় ধরবে জীবন বাজি,

আবার যদি বিফল তোমার কাছে—

ভালো তো নয়, লোকটি ভিষণ পাজি!

এমনি করে সমস্ত দিন শেষে

ধীরে ধীরে দিনটি গড়ায় সাঁঝে,

স্মৃতি হাজার, শূন্য বুকের ভেতর

দুঃখগুলো সুখের মতোন বাজে।

কোথায় তারা? আজকে তাদের ছায়া

মিলিয়ে গেছে অন্য চাঁদের আলোয়,

স্বভাব তাদের হয়নি বদল আজও

আছো তুমি মন্দ এবং ভালোয়।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>