ব্রেকিং নিউজ
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ।
একই সাথে জেলা ও উপজেলা পর্যায়ে ৩১ লক্ষ বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।
প্রশিক্ষণের আওতায় নিরক্ষর, স্বল্পশিক্ষিত তরুণ ও সর্বস্তরের যুবসমাজকে অন্তর্ভুক্ত করা হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মসংস্থানে উদ্যোগীদের সহজ শর্তে ক্ষুদ্রঋণ প্রদান করা হবে।
সব মিলিয়ে বেকার যুবকদের সর্বশেষ হার ১০ দশমিক ৬ শতাংশ থেকে ২০২৮ সালের মধ্যে ৩ শতাংশে নামিয়ে আনা হবে।
এছাড়া শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাইরে থাকা ১৭ দশমিক ৮ শতাংশ যুবকদের অনুপাত আগামী ৫ বছরে ৭ শতাংশের নিচে নামিয়ে আনা হবে।
২৭ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ নির্বাচনী ইশতেহারে এসব অঙ্গীকার করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।