২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:১৬

ব্রেকিং নিউজ

শিরোনাম

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি বললেন র‍্যাবের ডিজি এম খুরশীদ আলম। তিনি বলেন, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র‍্যাব। কিন্তু দেশে আগের মতো অবৈধ অস্ত্র নেই।

 

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কুয়াকাটায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে জানিয়ে এম খুরশীদ হোসেন বলেন, ‘এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।’

 

র‍্যাব শুধু আইনশৃঙ্খলা নিয়েই কাজ করে না জানিয়ে তিনি আরও বলেন, র‍্যাব আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিক কাজও করে থাকে। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা দুইশত দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

 

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>