১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৩০

ব্রেকিং নিউজ

শিরোনাম

এবার গাজিপুরের পুবাইল রেলস্টেশনের পাশে ভয়াবহ আগুন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩ ৭:৩০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকার দেওয়ান মার্কেটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ একটি দোকানের ওপর ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারিটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, রাতে পূবাইলের একটি মার্কেটে আগুনের খবর পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর সদর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে দায়িত্বরত স্টেশন অফিসার রশিদ উদ্দিন খালিদ জানান, রাত ১২টা ৪১ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>