১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

ব্রেকিং নিউজ

শিরোনাম

একসঙ্গে চা সিগারেট খেয়ে ডেকে আনছেন মারাত্মক জীবন-ঝুঁকি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ ৭:২৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

দ্যা লাইফস্টাইল ডেস্ক: অনেকেই আছেন কাজ শেষে পরিশ্রমের ক্লান্তিকে বিদায় জানাতে বেছে নেন চা অথবা সিগারেটকে। আবার কেউ এই দুটোকেই একসঙ্গে বেছে নিচ্ছেন। প্রতিদিনের এই সাধারণ অভ্যাসটিই একসময় আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে তা কি জানেন?

চা আর সিগারেট একসঙ্গে বা বিরতি না নিয়ে পান করার কারণে আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অনেকটাই। গবেষণা বলছে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ নামে চিকিৎসাসংক্রান্ত পত্রিকায় এমন তথ্যই বলা হয়েছে।

সমীক্ষা বলছে, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান কিংবা মদ্যপান করে থাকেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালির ক্যানসারের অনেকটা ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় ২০ বছর থেকে ৭৮ বছর বয়সী সাড়ে চার লাখ ব্যক্তির ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছিল। গবেষণার শুরুতে তাদের কারোরই ক্যানসার ছিল না।

পরবর্তী নয় বছর ধরে এই সাড়ে চার লাখ মানুষের তথ্য সংগ্রহ করা শুরু করলে গবেষকরা দেখেন ১ হাজার ৭৩১ জন ইসোফ্যাজিয়াল ক্যানসারে আক্রান্ত হয়েছে।

দেখা যায়, যাদের অতিরিক্ত গরম চা পান, মদ্যপান এবং ধূমপান করার অভ্যাস নেই তাদের তুলনায় এসবে আসক্ত মানুষের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বেশি থাকে।

এ ছাড়াও তামাক এবং অ্যালকোহল দুটিই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট। এই অভ্যাসগুলোর সঙ্গে যদি আবার গরম চা পান করার প্রবণতা আপনার থাকে তাহলে সমস্যা আরও জটিল অবস্থার রূপ নেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

Logo

<div class="fb-share-button" data-href="” data-layout=”button” data-size=”small”>